কানাডা সরকার ভারতের বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করেছে। দেশটির জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দাসাঙ্গারী সোমবার এ ঘোষণা দেন। সরকার অভিযোগ করেছে, এই গ্যাং কানাডায় ভয়ের পরিবেশ তৈরি করছে। ‘সন্ত্রাসী সত্তা’ ঘোষণা হওয়ায় কানাডা সরকার বিষ্ণোই গ্যাংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব জব্দ করতে পারবে। কানাডার অভিযোগ, ভারতের কারাগারে থাকা জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এই গ্যাং পরিচালনা করছে। এছাড়া কানাডা বলেছে, খালিস্তানপন্থি নেতা হরদীপ সিংহ নিজ্জর খুনের জন্যও বিষ্ণোই গ্যাংকে দায়ী করা হয়েছে। দেশটির সরকার উল্লেখ করেছে, ভারত থেকে পরিচালিত এই গ্যাংয়ের প্রভাব কানাডার মাটিতে আছে এবং বিশেষ কিছু সম্প্রদায়ের মধ্যে এই প্রভাব লক্ষ্য করা গেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে খুন, সুপারি কিলিং, লুটতরাজ, তোলাবাজি-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। কানাডায় বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। কানাডা...