৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশি মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। র্যাব ইনকিলাবকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এই সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে মাদক কারবারি গাজীপুর জেলার মোঃ সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছাঃ সুমি আক্তার (২৮) ও মোছাঃ বৃষ্টি আক্তারকে (২৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫ শ' টাকা উদ্ধার...