“টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” সফল বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা। ইসলামিক ফাউন্ডেশন, মাগুরা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস-এর স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু স্বেচ্ছাসেবকই নয়, সমাজের পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। তিনি আরও বলেন, সচেতনতা ছাড়া কোনো টিকাদান কর্মসূচি সফল হতে পারে না। তাই এই ধরনের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কার্যক্রমের মাধ্যমে আমরা তরুণ সমাজকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার...