নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্প) এবং লাভেলো আইসক্রিম লিমিটেড তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের সিদ্ধান্ত নেওয়া হবে। লাভেলো আইসক্রিমের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়। ওই সভায় কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত প্রতিবেদনও প্রকাশ করবে। অন্যদিকে, বিডি ল্যাম্পের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর বিকেল ৩টায়। সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। পূর্ববর্তী অর্থবছরে (২০২৪) বিডি ল্যাম্প শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল, যার মধ্যে ছিল ৫ শতাংশ...