জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেছেন, আন্দোলন ঘিরে দেশের ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড ঘটেছে; মারণাস্ত্র ব্যবহৃত হয়েছে অর্ধ শতাধিক জেলায়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে তিনি এ কথা বলেন। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন, যাকে সাক্ষ্যগ্রহণের সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে মো. আলমগীর তৃতীয় দিনের মত সাক্ষ্য দেওয়া শুরু করেন। জবানবন্দির একপর্যায়ে তিনি বলেন, “গত বছরের জুলাই আন্দোলন চলাকালে দেশের ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।” এ সময় ট্রাইব্যুনাল জানতে চায়, জুলাই...