সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ভক্ত ও কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করতে চালু করছে দুটি নতুন ফিচার— ‘ফ্যান চ্যালেঞ্জ’ এবং ‘কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ’। মেটা আশা করছে, এসব ফিচার ক্রিয়েটর ও তাঁদের অনুসারীদের মধ্যে আরও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তুলবে। এ ফিচারের মাধ্যমে যে কোনো ক্রিয়েটর তার ফলোয়ারদের সামনে একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন। ফলোয়াররা চাইলে রিল বা পোস্ট বানিয়ে সেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন। কোন পোস্ট বা ভিডিও কতটা প্রতিক্রিয়া পাচ্ছে, তা একটি লিডারবোর্ডে র্যাঙ্কিং আকারে দেখানো হবে। ফলে, সবার নজরে আসবে সেরা কনটেন্ট। আগে থেকেই টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে নানা ধরনের নাচ বা ট্রেন্ডিং অডিওভিত্তিক চ্যালেঞ্জ জনপ্রিয়। এবার ফেসবুক সেটিকে আরও কাঠামোবদ্ধভাবে চালু করছে। প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা পেজ থাকবে, যেখানে সংশ্লিষ্ট সব কনটেন্ট দেখা যাবে।...