মেহেরপুরের গাংনীতে বাঁশবাগান থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া এলাকায় ওই নবজাতককে উদ্ধার করা হয়। শুকুরকান্দী গ্রামের মো. তরিকুল ইসলাম বলেছেন, মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এক নবজাতক কান্না করছে, এমন সংবাদ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মো. হোসাইন আহমেদকে জানাই। তিনি সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যান। আনসার সদস্য হোসাইন আহমেদ বলেন, বাঁশবাগানের মধ্যে এক নবজাতক কান্না করছে, এ অবস্থায় এলাকাবাসী আমাদেরকে খবর দেয়। আমরা দ্রুত সেখানে গিয়ে নবজাতককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেছেন। গাংনী উপজেলার স্বাস্থ্য ও...