মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলে শরিফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মেঘনায় ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, নিখোঁজের একদিন পর আজ দুপুর ১টার দিকে মেঘনায় ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশের কাছে হস্তান্তর...