দুপুর ১২ টার দিকে কুমারী শিশুকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরোহিতরা। পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে প্রতিবছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে প্রতি বছরের ন্যায় এবার ও উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভীড় করেন এখানে। ৯ বছরের কুমারী শ্রুতি ভট্টাচার্য কে এবার দেবী দূর্গার অপরাজিতা রুপে পূজা করা হয়। শ্রুতি উপজেলার তপসীপাড়া গ্রামের শ্যামল ভট্টাচার্য ও শিবানী ভট্টাচার্য'র মেয়ে। সে জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী । আয়োজকরা জানান, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রুপের পূজা। ১...