২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিলের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৫ অক্টোবর। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। তবে ৩০ অক্টোবর পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। এতে যারা রেজিস্ট্রেশন করবে, তারাই ২০২৭ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমায় পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারিতে যাদের কমপক্ষে ১৪ বছর বয়স পূর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। আবার একই তারিখ ধরে সর্বোচ্চ ২০ বছর বয়সী শিক্ষার্থীরা এবার রেজিস্ট্রেশন করতে পারবেন। এর কম বা বেশি বয়সী কেউ রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না। এর আগে দাখিলের জন্য নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়সসীমা ছিল ১২ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ছিল ১৮...