বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ব্যক্তিগত জীবনে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। ২০০৩ সালে এ সম্পর্কের ইতি টানেন এই যুগল। কারণ ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খান হত্যার হুমকি দিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন বিবেক। তারপর এ ঘটনার প্রভাব বিবেকের ক্যারিয়ারেও পড়ে। কয়েক দিন আগে প্রখর গুপ্তকে সাক্ষাৎকার দেন বিবেক ওবেরয়। এ আলাপচারিতায় পুরোনো সেই বিষয় উঠে আসে। বিবেক ওবেরয় বলেন, “আমি সবসময় একজন সংবেদনশীল ও আবেগপ্রবণ মানুষ। আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ ইতোমধ্যে সেটা অনুভব করেছি। এই অভিজ্ঞতা আমার হয়েছে। এটা খুবই ভয়ের, একাকিত্বে ভরা এবং নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক জীবন।”আরো পড়ুন:মাইনাস ১০ ডিগ্রিতে শুটিং, আহত সালমানট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’ সেই সময়ের সংবাদ সম্মেলন ও তার পরবর্তী প্রতিক্রিয়া দশকের...