সামনে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী– তা জানতে চাওয়া হলে আইজিপি বলেন, "গত বছর জুলাই আন্দোলনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে বলতে চাই, এসব ঘটনার পর পুলিশকে এই পর্যায়ে নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচনকে নিরপেক্ষ এবং উৎসবমুখর করার সক্ষমতায় আমরা পৌঁছে যাই। আমার বিশ্বাস আমরা সেটা পারব। আমার চেষ্টা সফল করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলা-হত্যার শিকার হওয়ার প্রেক্ষাপটে পুলিশের ভেঙে পড়া মনোবল এখনো পুরোপুরি ফেরেনি। পুলিশের মনোবল চাঙ্গা করতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, বদল এসেছে পুলিশের লোগোতে, এবং পরিবর্তন আসছে পোশাকেও। তবে আইজিপি জানিয়েছেন, তাতেও পুলিশের মনোবল পুরোপুরি ফেরেনি। এক বছরের...