৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে খোরশেদ আলমের (৫৫) কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। বর্তমানে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানশাইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে খোরশেদ তার মা ওমেছাকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে শেরপুর জেলা সদর হয়ে ময়মনসিংহ মেডিক্যালে স্থানান্তর করা হয়। এদিকে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই পুলিশ ঘাতক খোরশেদকে আটক করে।ঝিনাইগাতী থানার ওসি মোঃ আল আমিন দৈনিক ইনকিলাবকে জানান, আহতের ছোট ছেলে খাইরুল ইসলাম বাদী...