৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হামলায় সুজন নামের এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এছাড়া এ হামলায় আরও ৬ জন আহত হয়েছে। মৃত্যুর শয্যায় থাকা সুজন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আই সি ইউ তে ভর্তি রয়েছে। নৃশংস এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে অলুয়া গ্রামের সর্বস্তরের নারীপুরুষ একটি মানববন্ধন করেন। গত ২২ সেপ্টেম্বর উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মানববন্ধনে বক্তারা বলেন কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের হাজারো নারী পুরুষ রাস্তায় নেমে এসে মানববন্ধনে অংশগ্রহণ করে।এ সময় তারা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করার জন্য বিভিন্ন স্লোগান দেন। সন্ত্রাসীরা এ ধরনের ঘটনা যেন...