গ্রিগোরভ জানান, দমকল কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ও চার বছর বয়সী ছেলে এবং তাদের বাবা-মায়ের লাশ উদ্ধার করেছে।সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আরো বলেন, ‘এটি পুরো সম্প্রদায় এবং অঞ্চলের জন্য একটি ভয়াবহ ও অপূরণীয় ক্ষতি।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ইউক্রেনের ৮১টি ড্রোন ‘আটক ও ধ্বংস’ করেছে।ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচারভ বলেন, রুশ সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে ইউক্রেনের একটি ‘ব্যাপক’ ড্রোন হামলা প্রতিহত করেছে।বোচারভ বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী, কোনো কাঠামোর ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’রোববার, ইউক্রেনজুড়ে ১২ ঘণ্টাব্যাপী রাশিয়ার একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অন্তত চার জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী একটি মেয়ে ছিল। হামলায় দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছে।ইউক্রেন জানিয়েছে, সেই রাতে ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র...