ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক হামলা চালালে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে আমরা প্রস্তুত। তিনি সতর্ক করেন, এমন কোনো হামলা হলে এর পরিণতি হবে ‘ভয়াবহ’। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে রদ্রিগেস বলেন, ভেনিজুয়েলার বিশাল তেল, গ্যাস, সোনা ও খনিজ সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। তার মতে, এটির একটিমাত্র লক্ষ্য হলো— ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করা। তিনি আরো জানান, জরুরি অবস্থা কার্যকর হলে প্রেসিডেন্ট মাদুরো বিশেষ ক্ষমতা পাবেন। সশস্ত্র বাহিনীকে দ্রুত মোতায়েন, সীমান্ত বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার মতো পদক্ষেপ নিতে পারবেন তিনি। রদ্রিগেস দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কোনোদিন আমাদের মাতৃভূমি অন্য কারো হাতে তুলে দেবো না— কখনোই না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন...