অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি, আপনি যেন রাজনীতি ও আইন কাকে বলে তা বোঝেন। রাষ্ট্র সম্পূর্ণ আলাদা জিনিস।আমি পরিষ্কারভাবে বলতে চাই, রাষ্ট্র মানে গ্রামীণ ব্যাংক চালানো নয়। আমি এর উপযুক্ত উত্তর আপনার কাছ থেকে আশা করছি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, সংবিধান, প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এবং ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্র আমাদের ওপর হাজির রয়েছে— এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ নেই। আপনি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন। কিন্তু, আপনি...