ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এ যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয় বরং বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী একটি বিষয়। আরও পড়ুনআরও পড়ুনমৃত স্বামীর সম্পত্তি পেতে আদালতে দ্বিতীয় স্ত্রী...