গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত মর্মে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিরা। লেবার দলের বার্ষিক সম্মেলনে প্রস্তাবের ওপর এই ভোটাভুটি হয়। ‘দ্য মিডল ইস্ট আই’ এ খবর জানিয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপের মানে হল, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। তাছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটিতে অস্ত্র বিক্রিতে পূর্ণ অবরোধ আরোপের বিষয়েও প্রতিবেদনে সমর্থন জানানো হয়। গত রোববার লিভারপুলে শুরু হয়েছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন। সম্মেলনে বিভিন্ন নির্বাচনি এলাকা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা নানা বিষয়ের ওপর প্রস্তাবে ভোট দিচ্ছেন। ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’-এর পরিচালক বেন জামাল বলেন, “সরকারের জন্য এ এক বড় পরাজয়। লেবার পার্টি অবশেষে স্বীকার করেছে যে,...