পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে ১১৬টি পূজা মণ্ডপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৫০ জন প্রশিক্ষিত সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন সদস্যরা দায়িত্বে থাকবেন। এবারের নিরাপত্তা কার্যক্রমে নতুন সংযোজিত এভিএমএস সফটওয়্যারের মাধ্যমে সকল সদস্যের নিবন্ধন ও হালনাগাদ তথ্য যাচাই করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপে গুজব প্রতিরোধ ও তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ মোকাবেলায় চালু করা হয়েছে শারদীয় সুরক্ষা অ্যাপ এবং ইনসিডেন্ট রিপোর্ট ব্যবস্থা, যা নিরাপত্তা আরও জোরদার করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকরা মাঠে থেকে নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন এবং পূজা উদযাপন...