সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পুজা মন্দির পরিদর্শন করেছেন ২৫ বিজিবি অধিনায়ক জাব্বার আহমেদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আখাউড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌরশহরের রাধামাধব আখড়া পুজা মন্ডপ পরিদর্শনে আসেন। এসময় তিনি মন্দির ঘুরে দেখেন, পুরোহিতের সাথে কথা বলেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি মন্দির কমিটির অফিস কক্ষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। মন্দির পরিদর্শন শেষে জাব্বার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৩৮টি পুজা মন্ডপ সার্বক্ষণিক টহল এবং প্রহরা দিচ্ছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর...