রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে পুলিশের বেশ কয়েকটি অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিলেন বলে জানায় র্যাব। র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া এসব অস্ত্র পুলিশের। গ্রেফতাররা অস্ত্র থেকে পুলিশের নম্বর মুছে ফেলেছেন। অস্ত্র ফরেনসিক করে বিষয়টি নিশ্চিত করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকার একটি বাড়িতে কয়েকজন দুষ্কৃতিকারী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে বলে জানা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে বাড়ির পঞ্চম তলার উত্তর পাশের...