ওয়েস্ট ইন্ডিজকে রান রেটে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ মূল আসরে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্বে বাংলাদেশের সেরা ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ৫ ম্যাচে করেছিলেন ২৬৬ রান। যেখানে থাইল্যান্ডের সাথে ৯৪ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেছিলেন। বাছাই পর্বের টুর্নামেন্টের সেরা দলেও ছিলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।আরো পড়ুন:বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসিপাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ বিশ্বকাপের টিকেট পাওয়ার পর গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন। ভালো ব্যাটিং করলেও তিন অঙ্ক ছোঁয়া হচ্ছিল না তার। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সেই অপেক্ষা ফুরাতে চান ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখনও বিশ্বকাপে সেঞ্চুরি পাননি। প্রথম খেলোয়াড় হিসেবে শারমিন গড়তে চান ইতিহাস, “আমার প্রথম...