মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসার ফি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ানোয় হাজারো ভারতীয় তরুণ-তরুণীর আমেরিকার স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আগে যেখানে একটি ভিসার খরচ ছিল প্রায় ২ হাজার ডলার, সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত দাঁড়িয়েছে। ফলে একজন এইচ-১বি কর্মী নিয়োগ দিতে নিয়োগদাতাদের ন্যূনতম ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করতে হচ্ছে। এই বাড়তি খরচের কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। মেঘনা গুপ্তা নামের এক তরুণী জানান, শৈশব থেকেই তিনি আমেরিকায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেন। টাটা কনসালটেন্সি সার্ভিসেসে (টিসিএস) দীর্ঘ পরিশ্রমের পর যখন সেই সুযোগ হাতের নাগালে এসেছিল, তখন ট্রাম্পের সিদ্ধান্ত তার সব পরিকল্পনা ধূলিসাৎ করেছে। তার ভাষায়, আমেরিকান ড্রিম এখন এক নির্মম রসিকতায় পরিণত হয়েছে। বিগত কয়েক দশক ধরে ভারতীয়রাই সবচেয়ে বেশি এইচ-১বি...