ডাগআউটে হুবেন অ্যামুরির উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন ওয়েইন রুনি। তবে সেটা ম্যানচেস্টার ইউনাইটেডে নয়। তার কোচিংয়ে দলটি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে সাফল্যের পথে ফিরবে, সেই বিশ্বাস আর নেই ক্লাবটির সর্বকালের সেরা এই গোলদাতার। অ্যামুরির ওপর থেকে রুনির আস্থা নড়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। এই পর্তুগিজ কোচ হয়ে আসার পর প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলেছে ইউনাইটেড। ১৭ হারের বিপরীতে জয় মাত্র ৯টি, বাকি ৭টি হয়েছে ড্র। চলতি মৌসুমে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি আছে টেবিলের ১৪ নম্বরে। রুনি নিজেও খেলোয়াড়ী জীবনের ইতি টেনে কোচিংয়ে নাম লিখিয়েছেন। কিন্তু এখনও তেমন সফল হতে পারেননি তিনি। ডার্বি কাউন্টি, ডি সি ইউনাইটেড, বার্মিংহ্যাম সিটি ও প্লাইমাউথ আর্গিলকে কোচিং করিয়ে আপাতত বিরতিতে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। নিজের পডকাস্ট ‘দা ওয়েইন রুনি...