অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক এ উপদেষ্টা লিখেছেন, ‘যদিও একাত্তর আর চব্বিশের পার্থক্য আছে। ১৯৭১-এ অনেক বড় হত্যাযজ্ঞ হয়েছিল, কিন্তু সেটা ছিল ঘোষিত যুদ্ধ এবং অন্য দেশ থেকে স্বাধীনতা অর্জনের লড়াই। আর চব্বিশে নিজ দেশের নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। যুদ্ধ পরিস্থিতি ছাড়া মাত্র এক মাসে নিজ দেশের এতগুলা মানুষ হত্যা করার নজির গোটা বিশ্বেই বিরল। কথাটা খেয়াল করিয়ে দেয়া এই জন্য, যাতে আমাদের আরেকবার মনে পড়ে কী মনস্টার আমরা ফেস করেছি।’তিনি লিখেছেন, ‘নতুন বাংলাদেশে আমরা অনেক চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি, যাব। ১৬ বছরের দীর্ঘ দুঃশাসনের পর এত বড় অভ্যুত্থান হলে এ রকম পরিস্থিতি অনুমিতই ছিল। সবাই মিলে আমরা ধীরে ধীরে এই তুফান পাড়িও দেব। সবাই মিলেই, নানা দ্বিমত নিয়েও। এবারের জাতিসংঘে সবাই মিলে অংশগ্রহণ...