এর আগে ২০২৪ সালে সরকারী এই হাসপাতালের অবস্থান ছিলো ৯০ নম্বরে। আর ১ সেপ্টেম্বর ২০২২ সালের জরিপে অবস্থানে ছিলো ৩৭৫ নম্বরে। দেশ সেরা হবার লক্ষে সেবার মান বাড়নোসহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই স্বাস্থ্য কমপ্লেক্স এ দায়িত্বরতরা। তবে পিছুটান হয়ে দাড়িয়েছে নানা সংকট। জানা যায়, সরকারী হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান ঠিক রাখতে জরিপ পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় সংস্থা টির এমআইএস শাখা চলতি বছরে দেশের ৪৩৫ টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এমন একটি জরিপ পরিচালনা করে। ৯টি বিষয়ে ৪৫ টি ইন্ডিকেটর এর উপর ভিত্তি করে অনলাইন সফটওয়্যার (DIH2) এর ডাটার ভিত্তিতে ওই এইচএসএস স্কোলিং করা হয়। এখানে মোট ১০০ নম্বরের উপর মার্কিং করা হয়। যেখানে ডাটার ভিত্তিতে ৯০ নম্বর আর সিভিল সার্জন অফিসের অন সাইট মনিটরিংয়ে ১০ নম্বর। গেল...