২০২১ সালে বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ ও স্থগিত হয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানীদাতা হিসাবে নিষেধাজ্ঞা ব্যাপক পরিসরে সঠিক সিদ্ধান্ত বলে স্বীকৃত হলেও, সে কারণে এক্স ও মেটার পর এবার জরিমানা গুনতে হল ইউটিউবকে। ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলা নিষ্পত্তিতে দুই কোটি ৪৫ লাখ ডলার দিতে রাজি হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার পর ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ইউটিউব। এরপর কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প। এ চুক্তির ফলে ইউটিউবের মূল কোম্পানি গুগল হয়ে উঠল শেষ বড় প্রযুক্তি কোম্পানি, যারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আনা বিভিন্ন মামলার মীমাংসা করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ২০২১ সালের জুলাইয়ে এসব কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প।...