ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র বলেছে, এই প্রস্তাব মানা হলে গাজায় ইসরায়েলের যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হোয়াইট হাউসের প্রকাশিত পরিকল্পনায় বলা হয়েছে, উভয়পক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নিলে তাৎক্ষণিকভাবে যুদ্ধের অবসান এবং গাজায় জীবিত ও মৃত জিম্মিদের ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনি একটি টেকনোক্র্যাট সরকার অস্থায়ীভাবে গাজা উপত্যকা পরিচালনা করবে। আর এই সরকারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনও ভূমিকা থাকবে না। পাশাপাশি ইসরায়েল গাজা উপত্যকার কোনও ভূখণ্ড দখল করতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...