বাংলাদেশি মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সংসার নিয়ে গুঞ্জনের শেষ নেই! শারদীয় দুর্গাপূজার ভিড়ের মাঝেই সৃজিতের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির কয়েকটি ছবি এই আলোচনাকে ফের সামনে এনেছে। ঠিক এমন সময়ে একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন মিথিলা। কথায় কথায় উঠে আসে সৃজিত প্রসঙ্গও। মিথিলা বলেন, “২৪ জুলাইয়ের পর আমি আর কলকাতা যাইনি। আমার ভিসাই নেই।”আরো পড়ুন:মিথিলার মুকুটে নতুন পালকঅভিনয়ে তাহসান-মিথিলা কন্যা তখনই সঞ্চালকের সোজাসাপটা প্রশ্ন—“অনেকেই বলছেন, সৃজিত এখন আর আপনার স্বামী নন। এটা কী সত্যি?” একদম শান্ত স্বরে মিথিলা জবাব দেন, “যারা বলছে, তারা বলছে। আমি কিছু বলব না।” আবার প্রশ্ন আসে—তাহলে কি সৃজিত এখনো আপনার স্বামী? সামান্য বিরতির পর মিথিলা উত্তর দেন, “হ্যাঁ। পাসপোর্টে এখনো তার নাম আছে।” ২০১৯ সালের ডিসেম্বরে...