বরিশালে বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা রোগীর মধ্যে দুইজন বরগুনায় এবং একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনজনই বরগুনা জেলার বাসিন্দা বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। মারা যাওয়া রোগীরা হলেন- বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম সরকার (৩৮), সদর উপজেলার নয়াকাটা এলাকার মো. বাবুল (৩৩) ও আমতলী উপজেলার আব্দুল হক (৬৮)। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগের সরকারি চিকিৎসা সেবাকেন্দ্রে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৮ জন, বরগুনায় ১৪ জন ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ...