দুবাইয়ে রবিবার অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দলকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় ট্রফি পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন সারে সূর্যকুমার যাদবের দল। 'ইন্ডিয়ান এক্সপ্রেসকে' গণমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেছেন, 'ট্রফি লেকে ভাগ গয়ে ওহ (ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা)। আমরা তো ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে বসে ছিলাম না। প্রেজেন্টেশনের জন্য কাউকে অপেক্ষায়ও রাখিনি। আমি শুধু দেখলাম ওরা ট্রফি নিয়ে চলে গেল।' এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি না হওয়ায় বিতর্ক শুরু হয়। গুঞ্জন উঠেছিল, বিসিসিআই বা সরকারের নির্দেশে নাকি এমনটা করেছে ভারতীয় দল। তবে সূর্যকুমার এ দাবি উড়িয়ে দিয়ে বলেন, 'পুরো টুর্নামেন্টে সরকার বা বোর্ড থেকে আমাদের কিছু বলা হয়নি।...