বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি করায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দু'দিন আগে গামারীতলা ইউনিয়নের উত্তর পঞ্চনন্দপুর গ্রামে এক চায়ের দোকানে বসে নবীকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করে কটূক্তি করেছে পাশবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভল্লবপুর গ্রামের বাসিন্দা গ্রাম আনসার সদস্য বাবুল মিয়া। এর পর থেকে এলাকাবাসীরা তাকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার দুপুরে কটূক্তিকারীকে আটক করে কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসায় নিয়ে আটকে রাখে এলাকাবাসী এবং এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার উজ্বল...