পাকিস্তানের কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ডন ডটকমকে বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, “বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।” এদিকে, সিভিল লাইনস পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর বলেছেন, “বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে আনা হয়েছে।” সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) স্পেশাল অপারেশনস কোয়েটা মুহাম্মদ বালুচ বলেছেন, “মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে হালি রোডের দিকে একটি বিস্ফোরকবাহী গাড়ি মোড় নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।” বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন...