ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ও সেখানে বন্দি সব ইসরয়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করতে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিকল্পনায় যুদ্ধাবসানের পর গাজা উপত্যকা শাসন বা সেখানকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে। নতুন প্রস্তাবে যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। ট্রাম্পের নতুন এই পরিকল্পনাকে ঘিরে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক মহলে। পরিকল্পনাটি পর্যালোচনা করে এই ৫ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রশ্নগুলো হলো— ট্রাম্পের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধের পর গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক এবং টেকক্র্যাটভিত্তিক কমিটি গঠন করা। গাজায় নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই...