শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার আগের তুলনায় বেড়েছে। কেউ বা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন চিকিৎসা করতে ও আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। আবার কেউ বা আসছেন ভারত থেকে বাংলাদেশে পূজা উদযাপন করতে। হিলি ইমিগ্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ১শ থেকে ১৫০ জন পাসপোর্ট যাত্রী দু’দেশের মাঝে যাতায়াত করলেও বর্তমানে সেই সংখ্যা বেড়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন ১৮০ থেকে ২শ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছেন। ভ্রমণ ভিসা বন্ধ থাকায় অনেক সনাতন ধর্মাবলম্বী ভারতে গিয়ে পূজা উদযাপন করতে পারছে না। তেমনি পূজা উপলক্ষ্যে ছুটি পেলেও ভিসার কারণে ভারতে ভ্রমণ করতে পারছে না অনেক পর্যটক। বর্তমানে এই পথ দিয়ে মেডিক্যাল, বিজনেস এবং স্টুডেন্ট ভিসায় পাসপোর্ট যাত্রীরা পারাপার...