শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সব সনাতনী তথা সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বরুন চন্দ্র সরকার।তিনি বলেছেন, মা দুর্গার আগমনী বার্তা কেবল আনন্দ নয়, এটি অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন বরুন সরকার।তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে, আর এই সম্প্রীতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব।‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে এনটিএমসিবরুন চন্দ্র সরকার আশ্বাস দিয়ে বলেন, সামনের দিনগুলোতেও সনাতনী সম্প্রদায়ের স্বার্থ রক্ষার্থে বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাবে।...