ঢাকার মোহাম্মদপুরে একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক সেজে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন। সোমবার চাঁদাবাজির মামলায় রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তাদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার অন্যান্য আসামিরা হলেন-আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন। মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক সেজে চাঁদাবাজির অভিযোগে রবিবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী বাদী হয়ে...