হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামি জয়ী কান্ট্রি গায়ক কিথ আরবান দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে—সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪)। বিনোদন ম্যাগাজিন টিএমজি প্রথম বিষয়টি প্রকাশ করে জানায়, চলতি গ্রীষ্ম থেকেই তারা আলাদা থাকছেন। তবে বিচ্ছেদটি কিডম্যানের পক্ষ থেকে চাওয়া হয়নি বলে জানা গেছে। বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। প্রায় দুই দশকের এই সম্পর্কে নিকোল ও কিথ নানা কঠিন সময় অতিক্রম করেছেন। বিয়ের কয়েক মাস পরই কিথ আরবান মাদকাসক্তি ও মদ্যপানের কারণে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। সে সময় দুজনই বলেছিলেন, সংকট তাদের সম্পর্কে আরও দৃঢ়তা এনেছিল।আরও পড়ুনআরও পড়ুনশ্রীলেখার মেসেজ পেয়ে...