অভিনয়, উপস্থাপনা আর নির্মাণ—সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেন আনিসুর রহমান দীপু। এখন কর্মসূত্রে থাকেন নিউ ইয়র্কে। কিন্তু থেমে নেই সাংস্কৃতিক যাত্রা। সেখান থেকেও নাটক, মিউজিক ভিডিও নির্মাণ আর নিয়মিত উপস্থাপনা করছেন। সম্প্রতি রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়ে সেই অভিজ্ঞতাকেই পর্দায় আনছেন দীপু। নতুন এই অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন বাড়ি’। এর পরিকল্পনা, রচনা ও উপস্থাপনা—সবই করছেন দীপু।আরো পড়ুন:আগুনে পুড়ে মারা গেছে শিশুশিল্পী ও তার ভাই‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’ ‘প্রাক্তনকে নিয়ে বলতে গিয়ে আমার চোখে জল নেই, বুকও ব্যথা করছে না’ টেলিভিশনে দীপুর যাত্রা শুরু হয় ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় ধারাবাহিক ‘যুবরাজ’ দিয়ে। মজার ব্যাপার, নিউ ইয়র্কে পাড়ি জমানোর আগে তার অভিনীত শেষ নাটকটিও মিলনের গল্পে ‘কোন গ্রামের মেয়ে’। সেই নাটকে তার...