আজ অষ্টমী। উৎসবের আবহে এখন পুজার সাজগোজের তোড়জোড় তুঙ্গে। ঠাকুর দেখার পরিকল্পনা, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, আর প্রতিদিনের লুক, সব মিলিয়ে সাজের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে আগেই। তবে অষ্টমীর সাজ মানেই কি শুধু সাদা-লালের ঐতিহ্য? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। তাই ফ্যাশন দুনিয়ায় উঠেছে নতুন সুর, অষ্টমীর দিনেও ছকভাঙা সাজে মাতোয়ারা হতে পারেন আপনিও। অষ্টমীর অঞ্জলি আর সাদা-লাল শাড়ি যেন একে অপরের পরিপূরক। কিন্তু সময় বদলাচ্ছে, ফ্যাশনের ছন্দও বদলে যাচ্ছে। এখন ট্র্যাডিশনাল ছোঁয়ার মধ্যেও আধুনিকতার ছাপ আনাটাই যেন ট্রেন্ড। তাই ঐতিহ্যকে সম্মান রেখেও পোশাকে বদল আনা সম্ভব। অষ্টমীর সাজে শাড়ি না পরে বেছে নেওয়া যেতে পারে লাল বা অফ-হোয়াইট রঙের ড্রেপ আনারকলি। এই পোশাকটিতে শাড়ির মতোই শোভা দেবে। আবার পরতে অনেক বেশি আরামদায়ক। এর সঙ্গে মানিয়ে যাবে সোনালি ঝুমকা, হালকা...