নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ফের ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ১ অক্টোবর–৯ অক্টোবর: ৫ দফা দাবির পক্ষে দেশব্যাপী গণসংযোগ ২. নির্বাচন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা ৫. জাতীয় পার্টি ও ১৪ দলকে ‘ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে পরিচালনা এবং বিচার চলাকালে দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা উপস্থিত নেতৃবৃন্দ:সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ও...