আসন্ন ত্রয়োদশ নির্বাচনে মাদারীপুর-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, মাদারীপুর সাবেক সরকারি নাজিমউদ্দিন কলেজের দুইবার নির্বাচিত ভিপি, ছাত্রনেতা থেকে জননেতা হয়ে ওঠা মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি পারভেজ) বলেছেন, "পিআর পদ্ধতি যারা চান, তাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই।" তিনি বলেন, "মদিনার ইসলামই আমাদের ইসলাম, বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।" সোমবার বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর...