স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান। খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই।" তিনি আরও বলেন, "এই জিনিসটা (সহিংসতা) করা হয়েছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদ্যাপন...