ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘সমন্বিত পরিকল্পনার ঘোষণাকে’ স্বাগত জানিয়েছেন।মোদি লিখেছেন, ‘ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণসহ বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ তৈরি করে।’তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগের পেছনে ঐক্যবদ্ধ হবে এবং সংঘাতের অবসান ও শান্তি নিশ্চিত করতে এই প্রচেষ্টাকে সমর্থন করবে।’বার্তাবাজার/এমএইচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ‘সমন্বিত পরিকল্পনার ঘোষণাকে’ স্বাগত জানিয়েছেন। মোদি লিখেছেন, ‘ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণসহ বৃহত্তর পশ্চিম...