প্রশ্ন:পাকা দেয়ালে তায়াম্মুম করা যাবে? দেয়ালে তায়াম্মুম করার নিয়ম কী? উত্তর:মাটি বা মাটিজাতীয় বস্তু যেমন বালু, পাথর, চুন ও সুরমা ইত্যাদি দিয়ে তায়াম্মুম করা যায়। পোড়ামাটি, পাকা ইট, টাইলস, সিমেন্ট ও পাথরের মেঝে বা দেওয়ালেও (যদি ওপরে মাটিজাতীয় নয় এমন বস্তুর আবরণ না থাকে) তায়াম্মুম করা যায় যেহেতু এগুলোও মাটিজাতীয় উপাদান দিয়ে তৈরি হয়। লোহা, প্লাস্টিক, কাঠ, কাপড়, সোনা, রুপা, পিতল, কাঁচ, মাটিজাতীয় নয় এমন বস্তু দিয়ে তৈরি রঙ, কাগজ ও ছাই এসব বস্তু দিয়ে তায়াম্মুম করা যায় না। শহরের পাকা মসজিদ বা বাড়ির দেয়াল যদি ইট, বালু বা সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয় এবং তাতে কোনো রকম রঙ বা প্রলেপ না থাকে, তাহলে এ ধরনের দেয়ালে তায়াম্মুম শুদ্ধ হবে যেমন ওপরে উল্লেখ করা হয়েছে। আর দেয়াল যদি রঙ করা...