উপকূলীয় এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীতে চালু হলো আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ‘সুপেয় পানি প্রকল্প’ নামের এ উদ্যোগের উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর কৈখালী এস আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্প উদ্বোধন করা হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত সমস্যার কারণে এ অঞ্চলে দীর্ঘদিন ধরে পানির তীব্র সংকট দেখা দিচ্ছিল। স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিজিবির ‘মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ২০২৫’-এর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।প্রকল্পের ফলে প্রায় পাঁচ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা ভোগ করবেন। যশোর রিজিয়ন সদর দপ্তরের তত্ত্বাবধানে অল্প সময়ে সম্পন্ন করা হয়েছে এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণকাজ।পাঁচ টাকায় পূজার খাদ্যসামগ্রী পেল ৩৫০ পরিবারউদ্বোধন শেষে...