ধর্মীয় উৎসবের আনন্দ আর ভক্তির আবহে এবারও সাজসজ্জায় ব্যস্ত কিশোরগঞ্জের কটিয়াদি পূজামণ্ডপগুলো। তবে আনন্দের এ পরিবেশে সরকারি বরাদ্দের চাল নিয়ে ভিন্ন এক বিতর্কের জন্ম দিয়েছে অসন্তোষ।পূজা উদ্যোক্তাদের অভিযোগ, সরকারি বরাদ্দের ৫০০ কেজি চালের পরিবর্তে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে অর্ধেক দামের টাকা, বাকি অংশ গায়েব করে দিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর কটিয়াদী উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। বাজারমূল্যে যার দাম প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু উদ্যোক্তাদের হাতে দেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। অর্থাৎ, উপজেলায় থাকা ৪২টি পূজামণ্ডপ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই সিন্ডিকেট— এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।আরও জানা গেছে, চালের ডিও হাতে পেলেও উদ্যোক্তাদের চাল বুঝে নিতে বিলম্ব করান সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তারা। পরে তড়িঘড়ি করে গুদামে ডেকে এনে...