জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ পদক্ষেপ নেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রার্থিতাকে সমর্থন জানিয়ে। প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ায় তা বাংলাদেশের জন্য কঠিন সিদ্ধান্তে পরিণত হয়। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কয়েক দশক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ন্যায্য দাবির পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে বরং তাদের পাশে দাঁড়ানোই বাংলাদেশের নীতি। ফিলিস্তিনের...