৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। অন্যান্যের মাঝে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার নাহিম সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন...